বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর এবার প্রধান বিচারপতি বাসভবনেও হামলা ঘটেছে।
সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে একদল লোক কাকরাইল মোড়ে অবস্থিত ওই বাসভবনে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পর ভবনের ভেতর থেকে ভাঙচুরের শব্দ শোনা গেছে। এছাড়া গণভবনের মতো এখান থেকেও অনেক মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
তবে তখন প্রধান বিচারপতি ওই ভবনে অবস্থান করছিলেন কিনা, সেটি নিশ্চিত হওয়া যায়নি। সূত্র : বিবিসি