সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে শোকরানা সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামীর আলী’র পরিচালনায় প্রেসক্লাব চত্বরে শোকরানা সমাবেশ শুরু হয়। দুপুর ১২টার দিকে কারাগার থেকে মুক্ত হয়ে সমাবেশ পৌঁছান জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। পরবর্তীতে জেলা আমীর ইঞ্জিণিয়ার শাহেদ আলী সমাবেশের সভাপতিত্ব করে সমাবেশ চলে। সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সিলেট আঞ্চলিক টিম সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, সাবেক জেলা আমীর আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা সেক্রেটারী আশিক আল রশিদ চৌধুরী, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি মো: আলম হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, আন্দোলনকারীরা কখনো কোনও স্থাপনা বা মন্ধিরে আঘাত করছেনা, যারা করছে তারা দূষ্কৃতকারী।
পরে দুপুর দুইটার দিকে প্রেসক্লাব চত্বর হতে শুরু মিছিল। এসময় বিভিন্ন ¯েøাগানে ¯েøাগানে মুখরিত হয়ে উঠে শহরের রাজপথ, অলিগলি। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।