সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানী শহরে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। পুলিশের অনুপস্থিতিতে তাদের দায়িত্ব পালনের স্থানগুলোর নিরাপত্তা দেবে আনসার। মঙ্গলবার (৬ আগস্ট) আনসার সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ আনসারের গণসংযোগ কর্মকর্তা মো. রুবেল হোসাইন জানিয়েছেন, ইতোমধ্যেই ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত হয়েছে আনসার। বিমানবন্দরে আনসার মোতায়েনের প্রক্রিয়াও চলছে।