বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশী ফুটবল আলট্রাস। আজ এই দাবি জানাতে বাফুফে ভবনে গিয়েছিলেন আলট্রাসের সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
সালাউদ্দিন ছাড়াও বাফুফের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ চায় আলট্রাস।
আজ বাফুফেতে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানিয়েছেন আলট্রাস সদস্যরা। আলট্রাসের প্রচার সম্পাদক হাসিব তালুকদার বলেন, ‘আমরা সালাউদ্দিনের পদত্যাগ চাই। পদত্যাগ না করলেও তাদের পক্ষ থেকে আমাদের জানাতে হবে তিনি আর নির্বাচন করবেন না। বাফুফে ভবনে অনেক নারী ফুটবলার হচ্ছেন থাকে। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা কোনো কঠোর কর্মসূচি দিইনি। তবে ২৪ ঘণ্টায় আমরা সদুত্তর না পেলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ‘
বাফুফে ছাড়াও সরকার পতনের পর অন্যান্য ফেডারেশনেও চলেছে রদবদল। তবে অন্যান্য ফেডারেশনে রাজনৈতিক বলপ্রয়োগ এবং পেশীশক্তির প্রদর্শন হলেও বাফুফেতে পরিবর্তনের দাবি তুলেছে সাধারণ সমর্থকরাই।