বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
বিশ্বজিৎ কর :: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর আজ মৌলভীবাজর প্রধান রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তবে এখনও সড়কগুলোতে অবস্থান ধরে রেখেছেন স্কাউটের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজার প্রধান সড়কে আনসারদের পাশাপাশি কাজ করছেন স্কাউটের শিক্ষার্থীরা । একইসঙ্গে কেউ যেন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারেন সেদিকেও কড়া নজর রাখছেন তারা।
প্রসঙ্গত, গত সোমবার কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে অনেক থানা থেকে পুলিশ সদস্যরা চলে গেছেন। রাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না।