1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সচিবালয়ে জনপ্রশাসন সচিবের রুম ঘেরাও

  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৪৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : : সচিবালয়ে পদবঞ্চিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরীর কার্যালয় ঘেরাও করেছেন।

বুধবার (০৭ আগস্ট) সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা সভা করে পরে সচিবের রুম ঘেরাও করেন।

এদিকে সকাল থেকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে একত্রিত হন পদোন্নতি বঞ্চিত কর্মচারীরা। এ মন্ত্রণালয়ের পদোন্নতি বঞ্চিত প্রায় ১০০ কর্মচারী একত্রিত হয়ে জরুরি সভা করেন। তৈরি করেন পদোন্নতি বঞ্চিতদের তালিকা। পরে এ তালিকা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) রিপন চাকমার দপ্তরে যান তারা। রিপন চাকমাকে না পেয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা।

পরবর্তীতে আবারও তারা আলোচনায় বসেন। তারপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের রুম ঘিরে রেখে স্লোগান দিতে থাকেন।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব এখন পর্যন্ত সচিবালয় প্রবেশ করেননি। এ বিষয়ে জনপ্রশাসন সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সচিবালায়ে আসছি। এরপর বিষয়টি দেখবো।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর থেকে বঞ্চিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ দাবি জানিয়ে আসছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..