বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: সিলেটে সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী কাজ করছে। চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে সেনাবাহিনীর নির্দিষ্ট মুঠোফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) বিকালে সেনাবাহিনী সূত্র জানায়, জনগণকে সহায়তা দেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট ফোন নাম্বার রয়েছে। এসব নাম্বারে অভিযোগ করলে দ্রুততম সময়ের মধ্যে আমরা সহযোগিতা করবো। জনগণকেও আমাদের সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।
এর আগে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পোস্টে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন।
সিলেট বিভাগের ৪ জেলার জন্য সেনাবাহিনীর ৮টি সহায়াতা নাম্বার রয়েছে। সেগুলো হচ্ছে- মৌলভীবাজার ০১৭৬৯১৭৫৬৮০, ০১৭৬৯১৭২৪০০, সিলেট ০১৭৬৯১৭৭২৬৮ ও ০১৯৮৭৮৩৩৩০১, হবিগঞ্জ ০১৭৬৯১৭২৫৯৬ ও ০১৭৬৯১৭২৬১৬, সুনামগঞ্জ ০১৭৬৯১৭২৪২০ ও ০১৭৬৯১৭২৪৩০।