শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা থানা পুলিশ সোমবার রাতে রিয়া বেগম (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে। সে উপজেলার ছিকামহল গ্রামের ফারুক আহমদের মেয়ে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে পুলিশ স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করেছে। পরিবারের সদস্যদের দাবী রিয়া বেগম বিষপানে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত করতে পারেননি।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রিয়া বেগম নিজ বাড়িতে বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা রিয়ার লাশ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।