1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কৌশানীর নানা লুকে, নানা চরিত্র…

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: বর্তমানে অভিনেতা-অভিনেত্রীরা তাদের লুক ও চরিত্র নিয়ে যে এক্সপেরিমেন্ট শুরু করেছেন, নানা লুকে, নানা চরিত্রে অভিনয় করে তারা যেমন দর্শকদেরও মন জয় করেছেন, তেমনই নজর কেড়েছেন সমালোচকদের। আর এই তালিকায় রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ‘আবার প্রলয়’-তে ‘মোহিনী মা’ রূপে নজর কেড়েছিলেন নায়িকা, এবার তিনি ‘বহুরূপী’-তেও ফিরছেন একেবারে নতুন লুকে, ‘ঝিমলি’-এর চরিত্রে। সম্প্রতি ‘বহুরূপী’-এর পোস্টার লঞ্চের অনুষ্ঠানে ‘ঝিমলি’ হয়ে ওঠার বিষয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে নিজের অভিজ্ঞনা জানিয়েছেন। খোঁপায় পলাশ, কপালে চন্দন, নাকে নোলক, একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন তিনি। তার এই রূপ ফুটিয়ে তোলার জন্য সারা শরীরে মেকআপ করতে হতো বলে জানান এই অভিনেত্রী। এর জন্য নাকি সময় লাগত প্রায় দেড় থেকে দুই ঘণ্টা। তথাকথিত ডিগ্ল্যাম লুক ছাড়াও ছবির প্রথম লুকে নায়িকার একটি গ্ল্যামারেস ছবিও দেখা গেছে। তা নিয়ে অভিনেত্রী একটু রহস্য করেই বলেন, ‘এই পোস্টারে আমাকে দু’টো লুকে দেখা গেছে ঠিকই। কিন্তু আমি বহুরূপী কিনা, এর উত্তর ছবিতে পাওয়া যাবে। তবে গ্ল্যামারস লুকে তো আমাকে সব সময়ই দেখা যায়, তাই আর একটা যে লুক, সেটা আমার বেশি মনের কাছের, ওভাবে নিজেকে দেখে আমি সত্যি খুব খুশি।’ এই স্বাধীনতা বাংলাদেশের মানুষের : মিথিলা তবে শুধু মেকআপ নয়, কথা বলার ধরনও এই চরিত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ সে কথাও নায়িকা জানান। তিনি বলেন, ‘এই চরিত্রের কথা বলার ধরনটাও অনেকটা আলাদা, সেটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ভাষায় অনেক ছোট ছোট পরিবর্তন করতে হয়েছে। সব ‘শ’-কে ‘স’-এর মতো করে উচ্চারণ করা। র, ড়, ঢ়- এগুলো ভুল উচ্চারণ করা। এই অভিনেত্রী আরও বলেন, ‘আসলে আমাকে জোর করে ভুল উচ্চারণে কথা বলতে হয়েছে। ডাবিংয়ের সময় একটা মজার ঘটনা ঘটেছিল, আমি ইচ্ছা করে ভুল উচ্চারণ করেছিলাম। এরপর আবার দুই দিন পর আমাকে ফোন করে বলা হয়েছিল যে, ঠিকভাবে উচ্চারণ করে বলতে হবে, কিন্তু আমি এদিকে ‘শ’-এর ভুল উচ্চারণ করতে করতে ঠিকটা আর বলতেই পারছিলাম না। আসলে এটা আমার অভ্যাস হয়ে গিয়েছিল। আমি তো ভয়ে ভয়ে থাকতাম যে, সবার সামনে না আবার ভুল উচ্চারণে কথা বলে ফেলি।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..