বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত ৪২ জন কর্মকর্তার সংযুক্তি বাতিল করে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের এসব (৪২ জন) কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা প্রদান করা হলো। সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপর থেকেই হাসিনা সরকারের নিয়োগ আদেশ বাতিল করে নতুন নতুন প্রজ্ঞাপন জারি হচ্ছে। বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আজই শপথ নিচ্ছেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস।