বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করা হয় এ মতবিনিময়। বুধবার ও বৃহস্পতিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালীর নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির প্রতিনিধি দল প্রত্যেক ইউনিয়নে এ মতবিনিময় সভা করেন। নেতারা বলেন, কোন ধরনের চাঁদাবাজি,লুটপাট,ভাংচুর হয়রানি এই উপজেলায় হবে না , যদি হয় চাঁদাবাজ যে দলের হউক না কেন তাদেরকে ক্ষমা করা হবে না, আপনারা সকলে এই চাঁদাবাজদের চিহ্নিত করবেন।