বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
সালেহ আহমদ :: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় আপনার সেনা মোতায়েন রয়েছে দেখে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দয়া করে দেশের প্রতিটি উপজেলায় এবং থানা প্রশাসনের দায়িত্ব পালন করতে সেনা কর্মকর্তা এবং বিজিবি মোতায়েন করুন। বিবৃতিতে তিনি বলেন, সেনা সদস্যদের সহায়তা করতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদেরকে পাশে রাখতে পারেন। বর্তমান সময়েও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে হানাহানি যুদ্ধ-বিগ্রহ বিদ্যমান। তাই দেশের আপামর জনসাধারণের জান মালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের প্রতি বিবৃতিতে উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।