সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার পৌরসভা এলাকায় ছাত্র আন্দোলনে ভাংচুর এর ফলে এবং পৌর এলাকার নিয়মিত ময়লা ফেলার কাজ বন্দ থাকায়,বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জন পরিস্কার পরিচন্ন কাজের যোগদান করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে নেতাকর্মী বৃন্দ।
শনিবার ১০ই আগষ্ট সকাল থেকে শহরে চৌমনা,সাইফুর রহমান সড়ক,কোট রোড সহ আশপাশ এলাকা ও মৌলভীবাজার মডেল থানার ময়লা আবর্জনা পরিচন্ন কাজে অংশগ্রহন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদের নেত্রীত্বে।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলে সাবেক সভাপতি কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌঃ, জেলা যুগ্ম আহ্ববায়ক আব্দুল মুমিন,যুগ্ম আহ্ববায়ক নুরুল ইসলাম,যুগ্ম আহ্ববায়ক আব্দুল হান্নান,যুগ্ম আহ্ববায়ক মামুনুর রশিদ,শেখ আবেদ আলী,সাইফুল ইসলাম সুহেল,জাকির আহমেদ শাফিন,জসিম উদ্দিন,মাহফুর রহমান মফিজ,শেখ মহসিন মিয়া।