বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৪ ঘন্টা কলেজ ক্যাম্পাস ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী ও স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষক অ্যাখা দিয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। একপর্যায়ে তারা কলেজের সবক’টি কক্ষ ও অফিসরুম তালাবদ্ধ করে দেয়। পরে সকল শিক্ষার্থীরা গণস্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীদের দাবির সাথে সম্মতি জানিয়ে কলেজে থাকা শিক্ষকবৃন্দরাও স্মারকলিপিতে স্মাক্ষর করেন। আন্দোলনরত কয়েক শত শিক্ষার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে তারা বলেন, “সিপার উদ্দিন যতদিন, ক্লাস বর্জন ততদিন, এক দফা এক দাবি, অধ্যক্ষের পদত্যাগ, ছাত্রীবৃন্দ এক হও, অধ্যক্ষকে বিদায় দেও, স্বৈরাচার বিদায় দেও, কে দিবে শিক্ষা, যার নাই দীক্ষা, তুই একটা স্বৈরাচার, এই মুহুর্তে কলেজ ছাড়, দাবি মোদের একটাই, স্বৈরাচার মুক্ত কলেজ চাই”। এসময় শিক্ষার্থীরা আরো বলেন, একজন শিক্ষক হয়ে তিনি শত শত শিক্ষার্থীর বুকে রক্ত ঝড়েছে এর প্রতিবাদ না করে রাজপথে মিছিল দিয়ে আন্দোলনকারীর বিরুদ্ধে ছাত্রলীগকে উসকিয়ে দিয়েছেন। এখন তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে রাজপথে আমরা শুয়ে পড়বো, গাড়ি আমাদের বুকের ওপর দিয়ে যাবে। যদি কোন দুর্ঘটনা ঘটে তবে এর দায়-দায়িত্ব সিপার উদ্দিনকে নিতে হবে। এসময় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহ গিয়াস উদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে বলেন, মেয়র সিপার উদ্দিনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেবার কোন ক্ষমতা নেই কলেজের শিক্ষকদের। গভর্ণিং বডি ও উদ্ধর্তন কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন। তোমাদের দাবি-দাওয়া আমরা কলেজ গভর্ণিং বডিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো। আমরা শিক্ষার্থীদের বিপক্ষে নয়, আমরা চাই তোমাদের দাবি প্রক্রিয়ার মাধ্যমে মেনে নেয়া হবে। তোমাদের দাবির বিষয়টি ইউএনও ও সেনাবাহিনীর মেজরকে জানিয়েছি। প্রশাসনিকভাবে তোমাদের দাবির বিষয়টি আলোচনা করা হবে। শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে সরাসরি বিরোধীতা করেন সিপার উদ্দিন আহমদ। তিনি গত ১৮ জুলাই তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেন, “কোটা আন্দোলন ছিনতাই হয়ে গেছে, কোটা আন্দোলন হাইজ্যাক করেছে বিএনপি জামায়াত”। এছাড়া একজন শিক্ষক হয়ে তিনি গত ৪ আগস্ট কুলাউড়ায় আওয়ামীলীগের মিছিল শেষে শহরের স্টেশন চৌমুহনীতে বক্তব্য প্রদান কালে বলেন, সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সকল দাবি নাকি মেনে নিয়েছে। তারপরও কেন এই আন্দোলন। দাবি মেনে নেয়ার পরও রাজপথে আন্দোলনে নাকি শিক্ষার্থীরা ছিল না, রাজপথে ছিল শুধুই টুকাই, ষড়যন্ত্রকারী ও অগ্নিসংযোগকারীরা। তিনি আরো বলেছেন, আমাদের কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত করতে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা যদি কর্মসূচি দিয়ে রাজপথে নামে তাহলে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবেনা।
জানা গেছে, সিপার উদ্দিন আহমদ গত ৮ জুলাই ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০১৭ সাল থেকে তিনি ভাটেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বর্তমানে কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ বিষয়ে ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা একটি আলটিমেটাম দিয়ে আমার কাছে স্মারকলিপি দিয়েছে। আমি সেটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।