শ্রীমঙ্গল থানায় অর্ধেকের বেশি বিভিন্ন পদমর্যাতার পুলিশ সদস্যের যোগদান
আপডেট টাইম :
রবিবার, ১১ আগস্ট, ২০২৪
১০১
বার পঠিত
প্রতিনিধি: শ্রীমঙ্গল থানায় প্রায় অর্ধেকের বেশি বিভিন্ন পদমর্যাতার পুলিশ সদস্য যোগদান করেছেন। কেউ নিয়মিত ছুটিতে আছেন, কারো বাড়ি দেশের দূরবর্তী অঞ্চলে হওয়ায় পর্যায়ক্রমে তারা যোগদান করবেন। গতকাল রবিবার (১১ আগস্ট) বিকাল ছয়টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে সংক্ষিপ্ত এক প্রেস বিফ্রিং এ তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গলের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর প্রতিনিধি মেজর মিজবা। তিনি আরো জানান, পুলিশ বাহিনীর সদস্যরা আপাতত শ্রীমঙ্গল থানার পূর্ণ গঠন, ক্ষয়ক্ষতি নিরূপণ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ করছেন। তারা খুব শীঘ্রই নিয়মিত টহলে যোগদান করবেন এবং পুলিশ, সেনাবাহিনীর, বিজিবি ও র্যাবসহ সম্মিলিতভাবে আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করে যাবেন। এ ব্যাপারে মিডিয়া কর্মীসহ ছাত্র-জনতার সহযোগিতা কামনা করছেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে মেজর মিজবা জানান, আপাতত কেউ কোন অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ করবে। থানার কার্যক্রম পুরোপুরি চালু হলে ওই অভিযোগের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসমে উপস্থিত শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের এসপি মোহাম্মদ আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গল থানা আপনাদের, পুলিশ আপনাদের সেবার জন্যই কাজ করছে এবং করবে। তাই গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। এবং সকলের সম্মানিত প্রযাসে জনবান্ধব পুলিশ হিসাবে আগামী দিনে কাজ করবেন বলে তারা প্রত্যাশা রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা llনির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, শ্রীমঙ্গলস্থ র্যাব_৯ এর ইনচার্জ সিনিয়র এএসপি ইকরামুল আহাদ ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয়ে ভূষণ রায।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৭৬১৭১৫৭৮৬
সম্পাদক মন্ডলীর সভাপতি মকিস মনসুর আহমদ ।। বাংলাদেশ অফিস: জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার।
ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭। আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯ লন্ডন অফিস: শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : [email protected]/
[email protected]