1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কিছু খাবারে বাড়ে বাতের ব্যথা, এই বর্ষায় কিন্তু সাবধান

  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার পঠিত

ফিচার ও স্বাস্থ্য ডেস্ক: বাত মূলত অস্থিসন্ধির প্রদাহ, যা এক বা একাধিক অস্থি সন্ধিকে আক্রান্ত করে। শীতে তো বটেই, বর্ষাতেও অনেকে সময় বাড়ে বাতের ব্যথা। এ জন্য দায়ী কয়েকটি খাবার। বয়স বাড়লে অস্থিসন্ধিস্থল দুর্বল হতে থাকে, তখন কিছু বিশেষ খাবার বাতের ব্যথা বাড়িয়ে দেয়। এগুলি এড়িয়ে চললেই ব্যথা কমতে পারে।

আপনিও যদি বাতের ব্যথায় ভুগে থাকেন, তাহলে অবিলম্বে নিজের খাদ্যতালিকা থেকে সেসব খাবার ছেঁটে ফেলুন এবং বর্ষা আসার আগেই সাবধান হোন। তার আগে জেনে নিন, কোন কোন খাবার খাওয়া কমালে বাতের ব্যথা কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকতে পারে।

ডিমের কুসুম

ডিম খুবই পুষ্টিকর। কিন্তু এর কুসুমে আছে অ্যারাকিডনিক অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড বাতের ব্যথা বাড়িয়ে দিতে পারে। যারা অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন, তারা ডিমের কুসুম খাওয়া থেকে দূরে থাকুন। তাহলে উপকার পাবেন। ডিমের সাদা অংশ খেতে পারেন।

কর্ন অয়েল

ভুট্টার তেলে থাকে প্রচুর পরিমাণে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, যা স্বাস্থ্যের জন্য খুব ভালো নয়। বেশি ওমেগা-৬ অ্যাসিড গ্রহণে শরীরে প্রদাহ বাড়ে। তবে এটাও ঠিক, খাদ্যতালিকা থেকে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড বাদ দেয়া যাবে না। এ কারণে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে।

দুগ্ধজাতীয় খাবার

যাদের বাতের ব্যথা আছে, বিশেষ করে কোমরে যাদের ব্যথা হয়, তাদের দুগ্ধজাতীয় খাবার গ্রহণের পর প্রদাহ বেড়ে যায়। এর কারণ, দুগ্ধজাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই প্রোটিন অস্থিসন্ধির আশপাশে যে টিস্যু আছে তাতে অস্বস্তি তৈরি করে। অ্যালার্জিতে ভোগা রোগীরা দুগ্ধজাতীয় খাবার খেলে প্রদাহ বেড়ে যায়।

চিনিযুক্ত খাবার

অতিরিক্ত মিষ্টি খাবার সব ধরনের ব্যথা বাড়িয়ে দেয়। ব্যথার অন্যতম কারণ সাইটোকাইনস। চিনি সাইটোকাইনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে ব্যথা বেড়ে যায়। প্রতিদিনকার চিনিজাতীয় খাদ্য, যেমন সোডা, কেক, পেস্ট্রি বেশি পরিমাণে খেলে আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যায়।

রেড মিট

এতে রয়েছে পিউরিন নাইট্রাইট। এটিইনফ্লামেশন আরও বাড়িয়ে দেয়। এছাড়া থাকে টকসিন গ্লাইকেশন। এটিও ব্যথাও বাড়িয়ে দেয়। যখন শরীরে প্রদাহ হয় তখন সি-রিঅ্যাকটিভ প্রোটিন নামে এক ধরনের প্রোটিন লিভারে তৈরি হয়। রেড মিট এই সি-রিঅ্যাকটিভ প্রোটিনের লেভেলও বাড়িয়ে দিতে পারে। ফলে বাতের ব্যথা বাড়ে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..