1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এবার বদলে গেল জেলা-উপজেলা তথ্যপ্রযুক্তি অফিস প্রধানদের পদের নাম

  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৬১ বার পঠিত

অনলাইন ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়ের অফিস প্রধানের পদের নাম পরিবর্তন হয়েছে। জেলা কার্যালয়ের অফিস প্রধানের পদের নাম ‘প্রোগ্রামার’ থেকে ‘জেলা আইসিটি অফিসার’ এবং উপজেলা কার্যালয়ের অফিস প্রধানের পদের নতুন নাম দেওয়া হয়েছে ‘উপজেলা আইসিটি অফিসার’, যা আগে ছিল ‘সহকারী প্রোগ্রামার’।

সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে মহাপরিচালক মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সারাদেশের সংশ্লিষ্ট সব কর্মকর্তাদেরকে এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের দপ্তর প্রধান হিসেবে ‘প্রোগ্রামার‘ এবং উপজেলা কার্যালয়ের দপ্তর প্রধান হিসেবে ‘সহকারী প্রোগ্রামার’ দায়িত্ব পালন করছে। এই পদবি তাদের কাজের সঙ্গে অসাঞ্জস্যপূর্ণ এবং পদের পরিচিতি বোধগম্য না হওয়ায় জনগণকে সেবা প্রদান ব্যহত হচ্ছে।

এ অবস্থায় প্রসাশনিক কাজের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মরত অফিস প্রধানের পদের নাম ‘প্রোগ্রামার’-এর পরিবর্তে ‘জেলা আইসিটি অফিসার’এবং উপজেলা কাযালয়ে কর্মরত অফিস প্রধানের পদের নাম ‘সহকারী প্রোগ্রামার’-এর পরিবর্তে ‘উপজেলা আইসিটি অফিসার’ হিসেবে অভিহিত করা হলো। তবে প্রধান কার্যালয় বা অন্যান্য সরকারি দপ্তরে সংযুক্তি/প্রেষণে এই দায়িত্ব পালনের মূল পদবী ‘প্রোগ্রামার’, ‘সহকারী প্রোগ্রামার’ নাম অপরিবর্তিত থাকবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..