বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্যান্য কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী সংগঠক ও তাঁদের অনুসারীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে আন্দোলন করছেন ক্রীড়া সংগঠকরা। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। সেসব ব্যানারে লেখা ছিল বিসিবির কর্মকর্তাদের পদত্যাগের দাবি, ‘বিসিবিকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করার এটাই সময়। বাংলাদেশ ক্রিকেট আজ কোথায়? জবাব চাই।’ অন্য এক ব্যানারে লেখা ছিল, ‘বিসিবির সকল অযোগ্য পরিচালকদের পদত্যাগ করতে হবে।’ বিক্ষোভে তারা নাম উল্লেখ করে দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির পরিচালক ওবেদ রশীদ নিজাম-ক্রিকেট বোর্ডের শীর্ষ এই কর্মকর্তাদের নাম।