সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ::বিগত আন্দোলন সংগ্রামে নিহত-আহত ছাত্র-জনতার পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সোমবার (১৩ আগস্ট) দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার পংকজ কুমার করের পরিবারকে শান্ত না প্রদান করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এসময় তিনি বলেন, প্রত্যেকটি গুলি ও হত্যাকান্ডের বিচার হবে। যারা র্নিবিচারে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেকের বিচার হবে। তাদের গুলির করার হুকুম দাতা হিসেবে হাসিনা ও তার বাহিনীর সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিগত ১৭ বছর মানুষকে নির্যাতন নিপীড়ন করে তারা সন্ত্রাসের রাজ্যত্ব কায়েম করেছে। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুর্শেদ আহমদ মুকুল, আফজাল উদ্দিন, আখতার রশিদ চৌধুরী, মুফতি রায়হান উদ্দিন মুন্না, নাজিম উদ্দিন, বাচ্চু মিয়া, আব্দুল মান্নান, রহিম আলী রাশু, মফিজুর রহমান জুবেদ প্রমুখ। উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কোতোয়ালী থানার তোপখানা এলাকায় পুলিশের গুলিতে নিহত দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার নিখিল কুমার করের পুত্র পংকজ কুমার কর।