সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কমিশনার মাইনুল হাসান। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ভারত যাওয়ার পথে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর থেকে তারা আটক হন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই দুজন আত্মগোপনে ছিলেন।