বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোটার: সারা দেশের ন্যায় মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণহত্যার দায়ে জড়িত স্বৈরাচার ও তাদের দোসরদের অবিলম্বে বিচারের দাবীতে পূর্বের কর্মসূচী হিসাবে বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার সকাল ১২টার দিকে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পৌর শহীদ মিনারের সামনে জড়ো হয়। এসময় সেখানে গণহত্যার দায়ে জড়িত স্বৈরাচারী হাসিনা সরকার ও তাদের দোসরদের অবিলম্বে বিচারের দাবীতে নানা শ্লোগান দেন সাধারন শিক্ষার্থীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক আব্দুল কাদির।
অপরদিকে মৌলভীবাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের পৃথক মিছিল ও সমাবেশ করেছে।
–