বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার একসময়ের জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ভালোবেসে বিয়ে করলেও ২০২১ সালে ভেঙে যায় তাদের সংসার।
বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। কয়েক দিন আগে এ জুটি পারিবারিক আয়োজনে বাগদান সম্পন্ন করেছেন। এদিকে, গুঞ্জন রয়েছে এক পরিচালকের সঙ্গে প্রেম করছেন সামান্থা।
টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক রাজ নিডিমোরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। এ পরিচালক সামান্থাকে ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটিয়েছেন। সামান্থার অভিষেক ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’র নির্মাতা রাজ। এরপর ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেছেন তারা। মূলত, একসঙ্গে টানা কাজ করতে গিয়ে তাদের সম্পর্কের সূচনা।
এরইমধ্যে সামাজিকমাধ্যম রেডিটে সামান্থা-রাজের ছবিও ছড়িয়ে পড়েছে। এরপর তাদের সম্পর্ক নিয়ে জোর আলোচনা চললেও এখনো মুখ খুলেননি রাজ কিংবা সামান্থা।
২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি।
২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর। সব জল্পনার অবসান ঘটিয়ে ওই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।