বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
বি্শেষ প্রতিনিধি: মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ঘটনায় জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী ও সাবেক এমপিসহ ১৫০ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় আরো অজ্ঞাত ২০০জনকে আসামি করা হয়।
আজ বুধবার ১৪ আগষ্ট রাতে এ মামলা দায়ের করা হয়। মামলায় বাদী বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদিরের দায়ের করা মামলাটি মৌলভীবাজার সদর আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য মোঃ জিল্লুর রহমান, সাবেক এমপি নেছার আহমদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের উপজেলার ১৪৫নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।