বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজার জেলার আহতদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ও শাবিপ্রবির কয়েকজন সমন্বয়ক। পাশাপাশি আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক দেলোয়ার হোসাইন শিশির ও হাফিজুল ইসলাম। উনারা সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাযথ উপদেশ প্রদান করেন। উনাদের বক্তব্য অনুযায়ী, সকল শিক্ষার্থীর প্রধান কাজ হলো শিক্ষা অর্জন করা। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি বৈশ্বিক জ্ঞান অর্জন করতে হবে।
মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিব।
সুতরাং, মৌলভীবাজার জেলার কোন প্রকার সমন্বয়ক কমিটি নেই আর থাকলেও তা আজ বাতিল ঘোষিত হয়েছে। তাই, আমাদের প্রত্যেকের উচিৎ এখন একসাথে কাধে কাধ মিলিয়ে চলা।