1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

২৬ রানে নেই ৬ উইকেট, মহাবিপদে বাংলাদেশ

  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করা টাইগাররা দিনের শুরুতেই ৬ উইকেট হারিয়েছে। জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও ‍মুশফিকুর রহিমের পর সাকিব আল হাসানকে বিদায় করেছে পাকিস্তান। পেসার খুররম শাহজাদ একাই ৪টি উইকেট নেন।
ইনিংসের প্রথম বলেই ‘জীবন’ পেয়েছিলেন সাদমান ইসলাম। মীর হামজার বলে স্লিপে ক্যাচ ফেলেছিলেন সৌদ শাকিল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের ওপেনার। ২৩ বলে ১০ রান করে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।
একই ওভারে শান্তকে ফিরিয়েছেন খুররম শেহজাদ। খুররমের জোড়া আঘাতের পর নবম ওভারের প্রথম বলে মুমিনুলকে মোহাম্মদ আলীর ক্যাচ বানান মীর হামজা।
হামজার করা দশম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন মুশফিক। পরের ওভারে খুররমের বলে এলবির ফাঁদে পড়েন সাকিব আল হাসানও ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে বাংলাদেশ। বাংলাদেশ এখনও পাকিস্তান থেকে ২৩৮ রানে পিছিয়ে রয়েছে। উইকেটে আছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..