শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার শহরের চৌমুহনাস্থ দেওয়ানী জামে মসজিদ-এ বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান, জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সদস্য মাহবুব ইজদানী ইমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী সহ জেলা থানা পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত মিলাদ মাহফিলে সম্প্রতি দেশে বন্যায় নিহত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে উপস্থিতিদের মধ্যে শিরনি বিতরন করা হয়।