সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
স্পোর্টস ডেক্স : কারাতে শিক্ষার্থীদের মধ্যে মৌলভীবাজারে বিভিন্ন ধাপে বেল্ট প্রধান করা হয় । শুক্র বার বিকাল ৪ ঘটিকায়, কোট রোডস্থ পৌর জনমিলন কেন্দ্রে এম ই সোতোকান কারাতে একাডেমির আয়োজনে বেল্ট প্রদান অনুষ্ঠানের কারাতে চীফ কোচে মো: ইমরান এর পরিচালনায় ও সৈয়দ মেহবুব মোর্শেদের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সকল সম্মানীত অবিবাভক বৃন্দ ।
( ক্ষুদে শিক্ষার্থী ) সারফারাজ রেজা কে ব্ল্যাক বেল্ট প্রথম ড্যান ও অন্যান শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কালার বেল্ট প্রধান করা হয় । এ সময় মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুলের কোচ আবু সাদেক ও মৌলভীবাজার কারাতে এসোসিয়েশনের কোচ আবু তালেব চৌধুরী সহ জেলার বিভিন্ন শাখার সহকারি প্রশিক্ষক গন উপস্থিত ছিলেন ।