1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এবার মুখ খুললেন সামান্থা

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬ বার পঠিত

ভারতীয় ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্তা নিয়ে সোচ্চার হয়েছেন অভিনেত্রীরা। ইতোমধ্যে পুলিশের কাছে অভিযোগও জানিয়ছেন বেশ কয়েকজন। মূলত হেমা কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছেন সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা। শুধু টালিউড নয়, বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারাও যৌন হেনস্তার বিরুদ্ধে সরব হয়েছেন। এবার যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন সামান্থা রুথ প্রভু। জানা গেছে, হেমা কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ভেঙে দেওয়া হয়েছে কেরালার সর্বোচ্চ শিল্পী সংগঠন আম্মা (অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি অ্যাক্টরস)। শুধু তাই নয়, এই ঘটনায় সংগঠনের পদ থেকে ইস্তফা দিয়েছেন মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারস্টার মোহনলাল। এদিকে হেমা কমিশনের রিপোর্টের প্রশংসা করে সামান্থা বলেন, হেমা কমিটির রিপোর্টকে সাধুবাদ জানিয়েছে তেলেগু ইন্ডাস্ট্রির নারীরা।
অভিনেত্রী আরও বলেন, যৌন হেনস্তার ব্যাপারে জমা দেওয়া সাব-কমিটির রিপোর্ট প্রকাশের জন্য তেলেঙ্গনা সরকারের কাছে আমাদের অনুরোধ রইল। যা টিএফআইতে (তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি) নারীদের নিরাপদ কাজের পরিবেশ তৈরিতে সরকার সহায়তা করতে পারে। উল্লেখ্য, বিচারপতি হেমা কমিটির ২৩৫ পাতার রিপোর্ট, সাক্ষী ও অভিযুক্তদের নাম সংশোধনের পর প্রকাশিত ১০-১৫ জন পুরুষ প্রযোজক, পরিচালক ও অভিনেতা মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করে।
এর আগে ২০১৭ সালে তিন সদস্যের হেমা কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। আর সেই কমিটি ২০১৯ সালে রিপোর্ট জমা দেয়। কিন্তু আইনি ঝামেলার কারণে এখনো সেই রিপোর্টটি প্রকাশ করা হয়নি। তবে কমিটির এমন কার্যক্রমে তেলেঙ্গানা সরকারকে কেরালা-স্টাইলে কমিটি গঠন করলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে বলে জানিয়েছেন সামান্থা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..