1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কটাক্ষের মুখে শাকিব খান

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির উজ্জ্বল নক্ষত্র শাকিব খান। দেশসেরা চিত্রনায়ক শাকিব খানকে বর্তমানে অনেক নামেই ডাকা হয়। কিং খান, নাম্বার ওয়ান, ঢালিউড কিং, ভাইজান, রাজকুমারসহ নানা উপাধি এই সুপারস্টারের। ভক্তদের অনেকে তাকে মেগাস্টার বলেও সম্বোধন করেন। ২০০৭ সালের পর থেকে ঢালিউড ইন্ডাস্ট্রির দায়িত্ব যেন একাই কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন শাকিব খান। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় সিনেমাতেও অভিনয় করে সুনাম অর্জন করেন তিনি। এরই মধ্যে ক্যারিয়ারের রজত জয়ন্তী পার করেছেন এ তারকা। ১৯৯৯ সালে শাকিব খান প্রথম চুক্তিবদ্ধ হন ‘সবাই তো সুখী হতে চায়’ নামে একটি সিনেমায়। আফতাব খান টুলু পরিচালিত সে সিনেমার মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। তবে ‘অনন্ত ভালোবাসা’ শাকিবের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। ১৯৯৯ সালের ২৮ মে ছবিটি মুক্তি পায়। এর পর থেকে আর পেছনের দিকে তাকাতে হয়নি শাকিব খানকে। বরাবরই আত্মকেন্দ্রিক এ অভিনেতার শোবিজ থেকে শুরু করে ভক্তমহলে যেমন প্রশংসা রয়েছে, তেমনি রয়েছে সমালোচনাও। এ তারকার ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই নেটিজেনরা কানাঘোষা করে থাকেন। ক্যারিয়ারের স্বার্থে নিজের সংসার-সন্তানকেও লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছেন তিনি! আর এসব ঘটনায় একপ্রকার মুখে কুলুপও এঁটেছিলেন। গেল জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও নীরবতা ভর করেছিল তার ওপর। একেবারে শেষদিকে আন্দোলনে ছাত্রদের জয় যখন প্রায়ই নিশ্চিত; তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দায়সারা পোস্ট দিয়েছিলেন এই চিত্রনায়ক। এদিকে দেশের বন্যা পরিস্থিতিতে বেশ সক্রিয় শোবিজের তারকা শিল্পীরা। কেউ ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন দুর্গত মানুষের কাছে। কেউ বা আবার টিএসসিতে ত্রাণকেন্দ্রে সরেজমিন গিয়ে খাদ্যসামগ্রী ছাড়াও আর্থিক সহায়তা করছেন। সেখানে শাকিবের নীরবতায় বিস্মিত হয়েছেন অনেকে। তোপের মুখে পড়েছেন এই সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন, ‘আপনি শুধু টাকাই ইনকাম করে যান। আর কিছু ভাবতে হবে না!’ অন্য একজন লিখেছেন, ‘দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন ঢালিউড কিং শাকিব খান। এভাবে সব সময় দেশের বিপদে ঘুমিয়ে থাকুন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘প্রিয় খান সাহেব, বন্যা বা বানভাসিদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি, ভক্ত হিসেবে এটুকু অনুরোধ।’ তবে বন্যায় নীরব থাকলেও সিনেমার প্রচারণায় সরব আছেন শাকিব খান। সম্প্রতি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে তার ‘তুফান’ সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিকই এই প্রচারণা চালাচ্ছেন তিনি। সেখানেও মন্তব্য ঘরে তোপের মুখে পড়ছেন শাকিব। এদিকে আগামী ৬ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি। বাংলাদেশের পাশাপাশি একই সঙ্গে ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানান পরিচালক অনন্য মামুন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..