স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিটিআরআই এলাকার বাসিন্দা আবু তাহের নামের এক ভুক্তভোগী মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
এসময় তিনি বলেন, উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় তাদের নিজস্ব ৬ একর সোয়া ৭১ শতক ভূমি এবং জৈনিক নির্মল ঘোষ ও তাপস ঘোষ গংদের কাছ থেকে ৬৫ শতাংশ ভূমি লিজ নিয়ে কৃষিপন্য ফলিয়ে জীবিকা নির্বাহ করতাম। গত ২১ মে ২০২৩ সালে শ্রীমঙ্গলের সখিনা সিএনজি রিফুয়েলিং ও ফিলিং স্টেশনের সত্বাধিকারী শের আলী চৌধুরী হেলালসহ ১১ জন প্রভাবশালী ব্যাক্তি আমাদের পাশের ১০ একর ৬৫ শতক জমি ক্রয় করেন।
তিনি বলেন, ওই জমিটি ক্রয় করার পর আমাদের দখলীয় জমির বেশ কিছু ভূমি শের আলী চৌধুরী হেলাল জোরপূর্বক দখল করে নেন। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার স্থানীয় মুরব্বীদের মধ্যস্থতায় বিচার শালিসে বসি। কিন্তু বিচার না মেনে তারা আমাদের নানানভাবে হুমকি দিতে থাকেন।
আবু তাহের আরো বলেন, শের আলী হেলাল চৌধুরীর সাথে মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্যসহ প্রভাবশালী ব্যাক্তিদের সুসম্পর্ক থাকায় আমরা তখন কোন জায়গা থেকে সাহায্য না পাওয়ায় আমরা আমাদের জমিতে যেতে পারিনি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা জমি দখলের বিষয়ে প্রশাসনের সাহায্য চাই।
এ ব্যাপারে জানতে চাইলে শের আলী চৌধুরী হেলালকে মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।#
এ জাতীয় আরো খবর..