1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গুম খুনের আসামি হাসিনার বিচার দ্রæততম সময়ে করতে হবে-মৌলভীবাজারে গণসমাবেশ -মামুনুল হক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : মামুনুল হক বলেন, ১৯৭১ সালে বহু মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল। মুক্তিযুদ্ধের একবছর যেতে না যেতে সেই মুক্তিযুদ্ধের সফলতা ও বাংলাদেশের স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছিল। মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল নির্বাচনে বিজয়ী হলে এদেশে কেউ কোরআন-সুন্নাহ বিরোধী কোন আইন হবেনা। কিন্তু বিজয়ের কয়েকদিন পরেই পার্শ্ববর্তী রাষ্ট্রের লিখে দেয়া প্রেসক্রিপশনের মাধ্যমে যে সংবিধান জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে। যার মাধ্যমে আমাদের স্বাধীনতার বিপ্লবের সেই কমিটমেন্টকে ছিনতাই করা হয়েছিল। ৭২ এর সংবিধান নিয়ে তিনি বলেন ৭২ এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। এই সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সংবিধান, বৈষম্য বিরোধী সংবিধান। ভারতের ইন্ধনে এদেশের শিক্ষা ব্যবস্থা,অর্থনীতি ও সংস্কৃতি ধ্বংস করে দেশ মুদিজীর হাতে তুলে দেওয়ার পায়তারা চলছিল। লুটপাট ও পাচার করে দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। ভারত তাদের আপনজন শেখ হাসিনাকে আশ্রয় ও প্রশ্রয় দিয়েছে। দ্রæত সময়ের মধ্যে আর্ন্তজাতিক ও দেশীয় আইন মেনেই দেশে এনে তার গুম,খুন ও অর্থপাচারের বিচার করা হবে এমনটি দেশবাসীর প্রত্যাশা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত শহীদি মার্চের প্রতি সংহতি প্রকাশ করে মামুনুল হক বলেন, ছাত্র-জনতা সজাগ এবং সোচ্চার থাকতে হবে। ইসলাম প্রিয় ছাত্র জনতা হেফাজতে ইসলামের নেতাকর্মী, এদেশের আলেম সমাজ, ইমাম সাহেব, এবং ধর্মপ্রাণ মুসলমান, আমাদেরকেও এই আধিপত্যবাদ বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে কাধে কাধ মিলিয়ে ৫ আগস্টের বিজয়কে সংরক্ষণ করতে হবে। কারণ অর্জিত স্বাধীনতা নৎসাৎ করতে স্বৈচারী শেখ হাসিনা ও তার দোষররা নানা ভাবেই সক্রিয় রয়েছে। সমাবেশে আলোচনা শেষে পুলিশের গুলিতে নিহত সকল শহীদ ছাত্র জনতা জন্য দোয়া করা হয়। গতকাল (বৃহস্পতিবার) সকালে মৌলভীবাজার পৌর টাউন ঈদগাহ প্রাঙ্গনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতী হিফজুর রহমান হেলাল ও জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণ সমাবেশে বক্তব্য রাখেন, কেদ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজায়ুল করীম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, আব্দুল আজিজ, কেন্দ্রীয় সহ-বায়তুল মাল জহিরুল ইসলাম, যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন সম্পাদক মাওলানা ফজলুর রহমান,জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত আলী, উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..