রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: দর্শক মাতানো পর্দার তারকাদের মৃত্যুর খবর বরাবরই হৃদয় ভেঙে দেয় অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রায়ই তারকাদের মৃত্যুর খবর আসছে। ফলে একজনকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই আরেক শিল্পীকে হারানোর ব্যথায় কাতর হতে হচ্ছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।
এবার দুঃসংবাদ এলো হিন্দি টেলিভিশনের দর্শকদের জন্য। এ শতাব্দীর শুরুতে ‘কিউ কি সাস ভি কভি বাহু থি’, ‘কহি তো হোগা’ ও ‘কসৌটি জিন্দেগির’ মতো অসংখ্য সুপারহিট মেগা সিরিয়ালে অভিনয় করা তারকা অভিনেতা বিকাস শেঠি মারা গেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) মৃত্যু হয়েছে অভিনেতা বিকাসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তার। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু চিকিৎসার কোনো সুযোগই মেলেনি।
এ অভিনেতা মৃত্যুকালে স্ত্রী জাহ্ববী ও দুই যমজ পুত্রসন্তান রেখে গেছেন। বছর তিন আগেই জাহ্নবী-বিকাস দম্পতির কোলজুড়ে আসে দুই সন্তান। তারা এখনো ছোটই রয়ে গেছে। আর কোলের শিশুদের রেখেই হঠাৎ না ফেরার দেশ পাড়ি জমালেন অভিনেতা বিকাস।
যুবলীগ নেতা সঙ্গে গা ঢাকা, আমি তো সানি লিওন না…
হিন্দি টেলিভিশনের এ তারকা অভিনেতার মৃত্যুতে এখনো তার পরিবার থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি। কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় ছিলেন না। এ অবস্থায় হঠাৎ তার মৃত্যুর খবর আসতেই স্তম্ভিত দর্শকরা।
প্রসঙ্গত, সাবেক স্ত্রী অমৃতার সঙ্গে ‘নাচ বলিয়ের’ তিন নম্বর সিজনে অংশ নিয়েছিলেন অভিনেতা বিকাস। ২০০০ সালের দিকে মডেলিংয়ের মাধ্যমে দর্শকমহলে খ্যাতি লাভ করেন। ওই সময় একাধিক বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন, যা সুপারহিট। এর মধ্যে অন্যতম ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমা। এতে কারিনা কাপুর, অর্থাৎ পূজা শর্মার বন্ধু রবির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও অর্জুন রামপাল-দিয়া মির্জা অভিনীত ‘দিওয়ানান’ সিনেমায়ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বিকাস।