রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: বেশ কিছুদিন ধরেই উত্তাল অবস্থায় রয়েছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি। একের পর এক যৌন হয়রানির অভিযোগ উঠছে অভিনেতা, নির্মাতা-প্রযোজকদের বিরুদ্ধে। ইতোমধ্যে এমন অভিযোগে বেশ কয়েকজন পদত্যাগও করেছেন। এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা আলোকনাথকে নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী হিমানি শিবপুরি।
পর্দায় সুশীল ব্যক্তির চরিত্রে অভিনয় করেন আলোকনাথ। বরাবরই অভিনয়ে তার অসাধারণ নৈপুণ্যতা নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। অথচ তার বিরুদ্ধেই রয়েছে যৌন হেনস্তার অভিযোগ।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে হিমানি বলেন, মদ্যপানের পরে অন্য এক মানুষ হয়ে ওঠেন আলোকনাথ। আমি অতীতে তার সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছি। মদ্যপ অবস্থায় না থাকলে অত্যন্ত ভদ্রলোক তিনি। তবে মদ্যপানের পর অন্য এক মানুষ হয়ে ওঠেন। বিশেষ করে রাতে।
অলোকনাথের সঙ্গে তার একটি খারাপ অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে অভিনেত্রী বলেন, মদ্যপানের পরে তার আলাদা একটা রূপ দেখা যায়। আমি একবারই সেই রূপ দেখেছিলাম। আমরা সকলে একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাচ্ছিলাম। মদ্যপ অবস্থায় তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। অভিনেতার স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। আমিও সামলানোর পরামর্শ দেই। শেষে অলোকনাথের আচরণের জন্য গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তাকে।
হিমানি আরও বলেন, শুটিং সেটে কাজের সময় খুব শান্ত থাকতেন আলোকনাথ। কিন্তু রাত আটটা বাজলেই এক অন্য মানুষ হয়ে উঠতেন তিনি। এটা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই জানেন।
প্রসঙ্গত, বলিউডের একাধিক সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করেছেন আলোকনাথ। বেশিরভাগ সময়ই শান্ত ও ভদ্রলোকের চরিত্রে দেখা গেছে তাকে। কিন্তু পর্দার বাইরে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন একাধিক অভিনেত্রী। যার শুরুটা হয় ২০১৮ সালে মি টু আন্দোলন দিয়ে।