রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্য বিএনপির প্রভাবশালী নেতা গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দায়ের করা মামলার বাদী শরীফুজ্জামান চৌধুরী তপন নিজ জন্মস্থান কুলাউড়ায় ফিরেছেন প্রায় ১৩ বছর পর। ০৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে সিলেট থেকে বাড়ি ফেরার পথে তাঁর জন্মস্থান ঘাঘটিয়া গ্রামসহ বিভিন্ন এলাকার দুই শতাধিক লোকজন ও যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা মোটর সাইকেল শোভা যাত্রা সহকারে তাকে লুয়াইহিনি চা-বাগান এলাকায় অভ্যর্থনা জানান।
বেলা ২টায় কুলাউড়া স্টেশন চৌমুহনীতে এলাকার লোকজন ও যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর সংবর্ধনার জবাবে শরীফুজ্জামান চৌধুরী তপন বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কেন দেশে আসতে পারলাম না এই বিচার কুলাউড়ার জনগণের কাছে দিয়ে গেলাম। যদি কখনো সুযোগ হয় আপনারা এই বিচার করবেন। আমাদের অপরাধ একটাই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে দেশে-বিদেশে কথা বলেছি। আর কোন অপরাধ নয়। আমরা কোন দৃস্কৃতিকারী নয়, এই মাটির সন্তান আমরা, এই মাটিতে বড় হয়েছি। আমাদের অপরাধ বাকশালের বিরুদ্ধে কথা বলেছি, একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গণে কথা বলেছি। ২০১৪ সালে শেখ হাসিনা, তৎকালীন সেনাবাহিনীর প্রধান আজিজ, র্যাবের ডিজিসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করি। সেই মামলা ও শেখ হাসিনা সরকারের নিষেধাজ্ঞার কারণে আমার জন্মস্থান কুলাউড়া তথা আমার দেশে আসতে পারিনি। আমার আব্বা ও ছোট ভাই সাংবাদিক চয়ন জামানের মৃত্যুর পর তাদের লাশ দাফনে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি। কিন্তু আজকে শেখ হাসিনা চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গর্তে ঢুকে পড়েছে আওয়ামী লীগ। কিন্তু আমরা এই মাটির ভূমিপুত্র, আমরা এই মাটিতে ফিরে এসেছি। জনগন এখন তারেক রহমানকে রাষ্ট্র নায়ক হিসাবে দেখতে চায়।
কুলাউড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাবেক ছাত্রদল নেতা মুহিতুর রহমান, বিএনপি নেতা রুমেল খাঁন, রমজান আলী, সিরাজুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক মুসা আহমদ সুয়েটসহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।