1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কাজের বিনিময়ে বিছানায় যাওয়ার প্রস্তাব নয়নতারাকে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : একের পর এক যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসায় ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তোলপাড়। নির্মাতা-প্রযোজকদের আপত্তিকর সব প্রস্তাবের কথা প্রকাশ করছেন ভুক্তভোগী অভিনেত্রীরা। পুরোনো এক সাক্ষাৎকারে এমনই এক কুপ্রস্তাব পাওয়ার কথা জানিয়েছিলেন দক্ষিণী সিনেমার অন্যতম শীর্ষ অভিনেত্রী নয়নতারাও। তিনি বলেন, কাজের বিনিময়ে আমাকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।

সম্প্রতি এই অভিনেত্রীর পুরোনো একটি সাক্ষাৎকারের ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি জানিয়েছেন, কাজের জন্য তাকে সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।

নয়নতারা বলেন, ‘আমাকে গুরুত্বপূর্ণ চরিত্র দেয়ার পরিবর্তে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছি।’

মালয়ালাম সিনেমা ‘মানসিনাক্কারে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। এরপর তামিল, তেলুগু ভাষায়ও সমানতালে কাজ করে দক্ষিণী সিনেমার অন্যতম শীর্ষ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

সবশেষে শাহরুখ খানের বিপরীতে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় কাজ করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।

 

উল্লেখ্য, ভারতের তেলেগু, মালায়ালাম ও তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া ‘সেলিব্রিটি ১০০’ তালিকায় স্থান দেওয়া হয়েছে তাকে। দুই দশকেরও বেশি সময়ে ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

২০০৩ সালে মালায়ালাম চলচ্চিত্র মানসিনাক্কারে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন নয়নতারা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..