সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিয়মকালে নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
আজ মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মৌলভীবাজার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম প্রমুখ।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব ও জেলার বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর বলেন- ৫আগষ্টকে কেন্দ্র করে ১৯টি মামলা হয়েছে । এই মামলায় ১২জন গ্রেফতার হয়েছেন। ৫ই আগষ্টের আগে ছিল দখল দার বাহিনীর, দখলদার ছিল, চাঁদাবাজ ছিল,লুটপাঠ কারি ছিল। আমাদের কোমলমতি শিশুরা প্রাণের ঝুকি নিয়ে রাস্তায় নেমেছিল আমাদের স্বাধীনভাবে চলার জন্য , মুক্তভাবে কথা বলার জন্য যে আন্দোলন করে তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছে তার জন্য বাংলাদেশ পুলিশ আর দখলদার চাঁদাবাজদের আর ঠাই দেবে না । বাংলাদেশ পুলিশ এর আগে রাজনৈতিক সংগঠনের হয়ে কাজ করত কিন্তু এখন বর্তমান সরকার জনগণের হয়ে কাজ করতে, জনগণের সুযোগ সুবিধা ও স্বাধীনতার জন্য কাজ করতে অঙ্গিকার বদ্ধ তাই বর্তমানে বাংলাদেশ পুলিশ ও এখন রাজনৈতিক সংগঠনের হয়ে কাজ করা থেকে বের হয়ে রাষ্ট্র ও জনগণের হয়ে কাজ করতে প্রস্তুত । বিগত সময় চাঁদাবাজি, লুটপাট, হামলা,মারামারি,রাস্তা থেকে যেকোনো কিছু ছিনিয়ে নেওয়া এইসব বৃদ্ধি পেয়েছিল আমরা চাই আপনাদের সহযোগিতায় পুলিশ বর্তমানে বিশেষ করে মৌলভীবাজার জেলায় যেন এইসব চাঁদাবাজি,লুটপাট,হামলা,মারামারি , এইসব আর না হয় তার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত । আপনারা সচেতন নাগরিকদের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানো এবং প্রতিরোধ গড়ার কারণে এবং এর পাশাপাশি পুলিশ তার মনোবল ফিরে পাওয়ায় আগের থেকে এইসব কমে এসেছে । আপনাদের সহযোগিতায় যেনো পুলিশ আবার তার আগের জায়গায় ফিরে আসে এবং আপনাদের হয়ে কাজ করতে পারে যে জন্য আমাদের সাহায্য করবেন। আপনারা রাতে ঘুমাবেন আর পুলিশ রাস্তায় থাকবে এই নিশ্চয়তা আমি আপনাদের দিতে পরি। আগে যে এলাকায় মাদক কি জানতো না কিন্তু এখন দেখা যায় এইসব এলাকায় মাদক ফেন্সিডিল এইসব ছড়িয়ে পরেছে । কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না । তাই আমি চাই আপনারা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন । কারণ আমাদের আগে আপনাদের চোখে ধরা পড়ে । আমি দুই দিন আগে যেখানেই গিয়েছি দেখেছি থানা পুলিশ রাতে টহল দিচ্ছে । আপনারা খুব তাড়াতাড়ি সুন্দর পরিবেশ দেখতে পাড়বেন।
https://www.facebook.com/100092560035274/videos/2297017873975214