রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এই অভিনেত্রীর রূপে বরাবরই মুগ্ধ ভক্তরা। বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। তবে বেশ কিছুদিন ধরে তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না সেভাবে।
পাপারাৎজিরাও তাঁকে কোথাও খুঁজে পাচ্ছেন না। এতোদিন কেন আড়ালে ছিলেন অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাশমিকা নিজের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে একটি অদ্ভুত মুখ করে থাকতেও দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি জানি যে আমাকে দীর্ঘদিন ধরে জনসমক্ষে বা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি। ’
রাশমিকা লেখেন, ‘গত মাসে আমি খুব একটা সক্রিয় ছিলাম না। এর কারণ হল, আমার একটা ছোট দুর্ঘটনা হয়েছিল। বর্তমানে আমি সুস্থ হয়ে উঠছি। ’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকের পরামর্শে বাড়িতেই ছিলাম। এখন আমি আগের চেয়ে ভালো আছি। এবং আমি এবার অতি সক্রিয় হওয়ার পর্যায়ে যাচ্ছি। তাই আপনারা সবাই আমার খোঁজ করার জন্য নিজেকে সৌভাগ্যবান বলেও মনে করছি। ’
অভিনেত্রী আগেও বলেছিলেন, তিনি সবসময়ই নিজের যত্ন নেওয়াকে প্রাধান্য দিয়েছেন। কারণ, জীবন খুব ছোট। এবং আগামীকাল কী হবে কেউ জানে না। তাই প্রতিদিন ভালোভাবে বাঁচার কথা বলেছেন তিনি। তবে শরীর খারাপ থাকলেও তিনি যে অনেক মোদক খেয়েছেন, সেকথাও জানিয়েছেন।
এদিকে রাশমিকাকে ভক্তেরা নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ লিখেছেন, ‘তুমি সুস্থ হয়েছ শুনে খুব খুশি হলাম, রশ্মিকা। ‘ কারও মতে, ‘আমরা খুব খুশি যে আপনি এখন ভালো আছেন। ‘
রাশমিকার আসন্ন সিনেমা ‘পুষ্পা ২’তে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে তাকে। এ ছাড়া সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ এবং ভিকি কৌশলের ‘ছাওয়া’ ছবিতেও দেখা যাবে এই অভিনেত্রীকে।