শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: কঠোর বিধিনিষেধের ১১তম দিনে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন ও পথচারীদের ভিড়। বিভিন্ন পয়েন্টে যথারীতি বসেছে পুলিশের চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি। তবু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মানুষের চলাচল।
অন্যান্য দিনের তুলনায় সড়কে যানবাহনের চাপ বেশি আজ। অ্যাম্বুলেন্স, পন্যবাহী যানবাহনসহ জরুরি সেবার আওতায় যেসব যানবাহন চলাচল করছে, সেগুলোর ব্যাপারে কিছুটা নমনীয় আইনশৃঙ্খলা বাহিনী।
তবে অন্যান্য যানবাহন তল্লাশি করা হচ্ছে। মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাস্ক ব্যবহার না করা, এক রিকশায় তিনজন বসা কিংবা বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে না পারলে জরিমানা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, যারা বিধিনিষেধ না মেনে বাইরে বের হচ্ছেন, তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। কিন্তু বিধিনিষেধ সত্ত্বেও কাজের সূত্রে কিংবা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়ে পুলিশি হয়রানির শিকার হওয়ারও অভিযোগ জানিয়েছেন অনেকেই।