1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ইন্ডিয়ান আইডলে লতার অনুপ্রেরণার তর্জমা আশার কণ্ঠে

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৬৫ বার পঠিত

বিনোদন ডেস্ক :: লতা মঙ্গেশকরের গায়কীর তর্জমা শোনা গেলো তারই বোন আশা ভোঁসলের কণ্ঠে। হ্যাঁ, সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১২- এর অতিথি বিচারক হিসেবে শুটিং সারলেন আশা ভোঁসলে। সেখানেই কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে একটা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বোনের গায়কীকে তারই ঢংয়ে ব্যাখ্যা করলেন আশা ভোঁসলে। যা বেশ উপভোগ করেন সেটের সবাই।

নিজের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা নিয়েও ‘ইন্ডিয়ান আইডল ১২- এর মঞ্চে কথা বলেন আশা ভোঁসলে।

এ রকমই একটা ঘটনার কথা বলার সময় তাকে লতা মঙ্গেশকরের স্টাইলে কথা বলতে শোনা যায়। ১৯৬৬ সালের অন্যতম হিট সিনেমা ‘তিসরি মঞ্জিল’র বিখ্যাত গান ‘আজা আজা মে হু প্যায়র তেরা’র রেকর্ড করার আগে খুব নার্ভাস ছিলেন তিনি। মনে হচ্ছিলো, রেকর্ডিংয়ের সময় ভুলে যেতে পারেন গানের লিরিক্স। সে সময় রেকর্ডিংয়ে যাওয়ার আগে বোনের ঘরে যান আশা।

আশ ভোঁসলে সে কথা বলতে গিয়ে জানান, দিদি আমায় দেখে বললো, ‘কী হলো এমন ছটফট করছো কেন?’ আমি উত্তরে বললাম, একটা গানের রেকর্ডিং আছে দিদি। জানি না কি হবে! আমার ভয় করছে।’

এরপরই লতার গলা নকল করেন আশা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কথা শুনে দিদি বলেছিলো- তুমি ভুলে যাচ্ছো, তুমি ভোঁসলে পরে হয়েছো। আগে তুমি মঙ্গেশকর। যাও সব ভালো হবে!’

উল্লেখ্য, শনিবার (১০ জুলাই) এবং রোববার (১১ জুলাই) সনি টিভিতে দেখানো হবে আশা ভোঁসলের স্পেশ্যাল এই এপিসোড। রাম গোপাল বর্মার সিনেমা ‘রঙ্গিলা’র বিখ্যাত গান ‘রঙ্গিলা রে’ গাইতেও শোনা যাবে তাকে। তার সঙ্গে গলা মেলাবেন শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণও।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..