মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। শুক্রবার(২ সেপ্টেম্বর)বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে জেলা বিএনপি ও যুবদলের মিছিলে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিএনপির হামলায় আবুল হাসনাত নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় হত্যার মামলা হয়েছে।
জানা যায়, শুক্রবার বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে জেলা বিএনপি ও যুবদলের স্লোগান ছিলো,”খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” ইত্যাদি। তখন আওয়ামীলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌছাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বিএনপির মাসুক মিয়া, জাকির হোসেন, আব্দুল লতিফ, তাজুদ চৌধুরী এর রামদা, রডের আঘাতে আবুল হাসনাত নামে আওয়ামীলীগের এক কর্মী মারাত্নক আহত হয়। মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইয়াছিনুল হক বলেন, “বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবীতে মিছিলের সময় আওয়ামীলীগের সাথে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ৪০/৫০ জন আহত হন। মারাত্নক আহত আবুল হাসনাত নামে এক আওয়ামীলীগ কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য অভিযান চলছে।”