1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জুড়ী সীমান্ত দিয়ে ভারত যাচ্ছেন নানক, গুঞ্জন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এমন সংবাদে জুড়ী উপজেলা জুড়ে তল্লাশী অভিযান শুরু করেছে স্থানীয় জনতা, পুলিশ ও সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৬ সেপ্টম্বর) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হতে শুরু তিনি জুড়ী শহরের একটি বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাবার পরিকল্পণা করছেন। এরপরই তল্লাশি অভিযানে পুলিশ। এসময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করেন।

স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জুড়ীনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইমরানুল ইসলাম বলেন, দুপুরে আমার খবর পাই জুড়ী শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্স এর মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এই সংবাদ প্রচার হবার পর আমরা সেখানে খোঁজ নেই। পুলিশও তল্লাশি চালায় কিন্তু তাকে পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি জানান, জুড়ীর ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশী করছে। এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত আছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।তবে বাসার মালিক সাজিদ জানিয়েছেন, তার বাসায় যিনি আসছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন। যিনি আসছেন তিনি আমার (সাজিদের) মামা শশুর হন। ওনার নাম জাহাঙ্গীর থাকায় মানুষ ভুল করে এটা বলছে যে তিনি জাহাঙ্গীর কবির নানক।মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, তাকে খুঁজে পেলে আপনি জানতে পারতেন। যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় ভূয়া।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..