রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
ফয়ছল মনসুর :লক্ষীপুর জেলার রামগঞ্জ এর নুনিয়াপাড়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ, ঢাকা গোলাপ শাহ মাজার মসজিদের ঈমাম , মৌলভীবাজার জেলার রাজনগর ডি.এস ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক, বিশিষ্ট মাওলানা হাফেজ সাঈদুর রহমান মুখলেছী
হুজুর গত ১৫ ই সেপ্টেম্বর বেলা ১২:৩০ মিনিটে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।)
মরহুমের ১ম নামাজে জানাজা উনার জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগঞ্জে উনার বাড়ির মাদ্রাসা প্রাঙ্গণে ও ২য় নামাজে জানাজা লক্ষীপুর জেলার রামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার নামাজে ঈমামতি করেন মরহুমের মেজো ছেলে হাসিবুর রহমানের মিশকাত ও কাজি বজলুর রহমান লিটন।
জানাজার নামাজ শেষে উনার বর্তমান বাসস্থান লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুরায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ছিলো ৫৮ বছর। তিন সন্তান ও স্ত্রী সহ অসংখ্য ছাত্র- ছাত্রী এবং
আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে ইউকে বিডি টিভি চেয়ারম্যান ও ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি ম, জয়নুল আবেদীন রোজ,ও সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়া, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইসচেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির ও পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করেছেন।।
শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও আনজুমানে আল- ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর বলেন
মৌলভীবাজার জেলায় মাদ্রাসায় হাফিজি পড়ার সময়
সাঈদুর রহমান মুখলেছী আমাদের বাড়িতে জাগির ছিলেন, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাঁর সাথে আমার ছিলো আত্মার আত্মীয়তা, তিনি একজন ফরেজগার
মানবিক,বিনয়ী, সৎ এবং অমায়িক ভালো মনের মানুষ ছিলেন বলে শোকবার্তায় অভিমত ব্যাক্ত করেছেন।।