রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: দীর্ঘদিন পর আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির বিশাল শোডাউন দেখেছে সিলেটবাসী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় নানা বাঁধা-বিপত্তিতে দলীয় কর্মসূচি পালন করেছে দলটি। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী সময় ও স্থান নির্ধারণে আপত্তি জানাতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম বিশাল শেডাউন করেছে দলটি। এতে সিলেট বিভাগের চার জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি সহ সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল,জেলা শ্রমিক দল সভাপতি রসিক খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি,এম, এ মুক্তাদির রাজুর নেতৃত্বে গনতন্ত্র দিবস উপলক্ষে সিলেটের র্যালিতে অংশগ্রহণ।