বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের ১১তম দিনে বিধিনিষেধ না মানায় ১০টি মামলা দিয়ে ৪ হাজার ৬ শত টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
রোববার (১১ জুলাই) উপজেলার চৈত্রঘাট, মুন্সিবাজার ও ভানুগাছ বাজারসহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরীর নেতৃত্বে কঠোর লকডাউন কার্যকর করতে বিধিনিষেধ অমান্য করায় ১০টি মামলা দিয়ে ৪ হাজার ৬শত টাকা আর্থিক জরিমানা করে তা আদায় করা হয়।
এসময় কমলগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, কমলগঞ্জে সরকারি নির্দেশনা কার্যকর করতে ও কঠোর লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।