শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশকে ফুটিয়ে তোলা সেবারের থিম সং আলোড়ন ফেলেছিল ক্রিকেট দুনিয়ায়। ১০ বছর পর এবার বিসিবির আয়োজনে হচ্ছে প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এবারের বিশ্বকাপের থিম সংয়ে বাংলাদেশের সরব উপস্থিতি নেই বললেই চলে।
১০ দলের এবারের বিশ্বকাপের থিম সংয়ের নাম হোয়াটএভার ইট টেইকস। গানটি লিখেছেন মিকি ম্যাকক্লারি, পার্থ পরেখ ও মেয়েদের পপ গ্রুপ ডব্লিউআইএসএইচ। ১ মিনিট ৪০ সেকেন্ডের মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফির দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে।
নেই বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের উপস্থিতি। এক ঝলক শুধু দেখানো হয়েছে মারুফা রুমানার মতো কয়েকজন ক্রিকেটারকে। তবে স্মৃতি মান্ধানাদের উপস্থিতিই বেশি চোখে পড়েছে।
এবারের প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। ১০ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলে আছেন নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতু মণি, সোবহানা মোস্তারি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রাণী ও দিশা বিশ্বাস।
৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ৫ অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। এই তিনটি ম্যাচই শারজায়। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।