শেখ সাহেদ মিয়া: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার থেকে আজিজুল নামে একজনকে ইয়াবাসহ গ্রেফতার করে শেরপুর পুলিশ ফাঁড়ি। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম, এএসআই মোশাহিদ কামাল, এএসআই ইসমাইল ও সঙ্গীয় ফোর্সসহ ২৫ পিছ ইয়াবা সহ আজিজুল ইসলামকে গ্রেফতার করে। শেরপুর পুলিশ ফাঁড়ির এস আই ইফতেখার ইসলাম জানান আসামী মোঃ আজিজুল মিয়া (২৫), পিতা- সালাম মিয়া, সাং-খসরুপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেটকে, ২৫ পিছ ইয়াবা সহ ১নং খলিলপুর ইউ/পির শেরপুর বাজারের ফয়ছল মার্কেটের সামন থেকে গ্রেফতার করা হয়।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৬১১-৯০৬৪১৪.(ওয়ার্সআপ) ০১৭৬১৭১৫৭৮৬
প্রধান উপদেষ্টা :এডভোকেট মুজিবুর রহমান মুজিব ।।
পৃষ্টপোষক: সৈয়দ গৌছুল হোসেন//
বাংলাদেশ অফিস:জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার- ৩২০০।
বার্তা সম্পাদক ও ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭।
আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯
লন্ডন অফিস:শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : [email protected]/ [email protected]