1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গলে সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

এহসান বিন মুজাহির ::মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, শ্রীমঙ্গল উপজেলার ১৭৪টি পূজামণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করা হবে। দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটি পূজামণ্ডপে ৫০০ কেজি বরাদ্দের চাল উপজেলা ইউএনও বিতরণ করে দিবেন। উপজেলার প্রতিটি পূজামণ্ডপ পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবক টিম মন্ডপে থাকবে। পূজা ঘিরে ফেসবুকে গুজব ছড়ালে, বিশৃঙ্খলা ঘটালে এবং অশ্লীল নৃত্য, লটারি ও জুয়ার আসর বসালে করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়কালে মৌলভীবাজারের
ডিসি এসব কথা বলেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর আয়োজনে ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পৌরসভার ময়লার ভাগাড়, শহরের যানজট, বালু মহল, সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ইচ্ছেমতো উপস্থিতি, লাইব্রেরি, ক্রীড়া, সরকারি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের তিন বছরের বেশি সময় কর্মস্থলে থাকা, সরকারি স্কুলের শিক্ষকদের একই প্রতিষ্ঠানে যুগ যুগ ধরে অবস্থান, স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা, ফেসবুকের ফেক আইডির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণসহ বিভিন্ন বিষয়ও তুলে ধরেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সুশীল ব্যক্তিরা। এসময় মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন শহরের যানজট মুক্তকরণ, ময়লার ভাগাড় স্থানাস্থর করণ, বালুমহলসহ সার্বিক বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। একইসঙ্গে সাংবাদিকদের কাছে আরও বস্তুনিষ্ঠ তথ্য চেয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। ডিসি সরকারি অফিসের কর্মকর্তাদের সুনির্দিষ্ট সময়ে অফিস করার নির্দেশনায় বলেন, সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অফিসে সরকারি সময়ানুযায়ী সকাল ৯টার আগেই কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। সরকারের কোনো সুবিধা থেকে যাতে শ্রীমঙ্গলের নাগরিকরা আর বঞ্চিত না হন সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কেই ইচ্ছেমতো আসা-যাওয়া করলে ব্যবস্থা নেয়া হবে। ফেসবুকের ফেক আইডি বিষয়ে ডিসি বলেন আমি পুলিশ সুপারের সাথে কথা বলে এব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে বলবো। সরকারি স্কুলসহ সরকারি দপ্তরে একই কর্মস্থলে তিন বছরের বেশি কেউ থাকলে স্বাভাবিকভাবে সেবা ব্যহত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন তিনি। সম্মিলিতভাবে শ্রীমঙ্গলকে মডেল উপজেলায় রূপান্তরে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।  বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের ফলে দেশে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সুন্দর পরিবেশকে কলুষিত করার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। তাদের চক্রান্তে সবাইকে সতর্ক থাকতে হবে। মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার সাবেক সিভিল সার্জন সত্যাকম চক্রবর্তী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. শুয়েব হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল সদর ইউনিয়নে চেয়ারম্যান দুধু মিয়া, উপজেলা বিএনপি নেতা ইয়াকুব আলী, নূরে আলম সিদ্দিকী, জাতীয় পার্টির নেতা হাজী মোঃ কামাল হোসেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শিব্বির আহমদ, সাংবাদিক ইসমাইল মাহমুদ, বিকুল চক্রবর্তী ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির,   ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদ, নিরাপদ সড়ক চাই এর আমজাদ হোসেন রনি প্রমুখ বক্তব্য দেন।  মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি অফিস, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..