সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: রাতভর বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুক্রবার মাঠে গড়ায় এক ঘণ্টা পর। পরেও ছিল বৃষ্টির হানা, যে কারণে দফায় দফায় খেলা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে দিনের বাকি অংশের খেলা পরিত্যক্তই ঘোষণা করা হয়। দ্বিতীয় দিন শনিবার একই কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরও খেলা শুরু হয়নি, এমনকি মাঠ প্রস্তুতের কাজও শুরু হয়নি।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের সমানে সমান লড়াইয়ের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। এর আগে ৩ উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।
এরও আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ ও সাদমান ইসলাম অনিক ২৪ রান করেন। ২৪ বল খেলা জাকির হাসান রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ভারতের পেসার আকাশ দীপ ২টি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট নেন। ম্যাচ শুরুর আগের রাতের মতো কালও রাতভর বৃষ্টি হয়েছে কানপুরে। বর্তমানে বৃষ্টি নেই, তবে উইকেটসহ প্রায় পুরো মাঠ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আজ কানপুরে সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দুই দল মাঠে গেলেও অলস সময় কাটাতে হয়। মাঠ প্রস্তুতের কাজ শুরুর আপাতত কোনো সম্ভাবনা নেই। এ কারণে দুই হোটেলে ফিরে গেছে বলে জানানো হয়েছে ইএসপিএন ক্রিকইনফোর ধারাভাষ্যে।