বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালে করোনায় আক্রান্ত মাইন উদ্দিন (৬০) নামের এক রোগীর মৃত্য হয়েছে। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে ২৮ তারিখ ভর্তি হন এবং ৩০ তারিখ ভোরে মারা যান। এই তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আহমেদ ফয়সল জামান।
মাইন উদ্দিনের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়ন এলাকার মাকড়ি ছড়ায়।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাইল মিয়া জানান, মাইন উদ্দিন সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে মারা গেছেন। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার আগে করোনা পজেটিভ থেকেও এলাকায় ঘুরছিলেন এমন খবর পেয়ে আমি নিজ উদ্যোগে তার বাড়ি লকডাউন করি। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমী জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে।