সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
এনামুল হক আলম: ‘রাষ্ষ্ট্রের মুল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারী খাতের অংশ গ্রহন নিশ্চিতকরন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালাম সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি উকবাল, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পদব সৈয়দ উমেদ আলী, সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ডা. ছাবিত আহসদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।